ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ গোটাটিকর, সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি
ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ গোটাটিকর, সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি
সিলেটের স্বনামধন্য খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ এর নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১. পদেন নাম: শো - রোম ইন্সপেক্টর
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ
অভিজ্ঞতা: েশা - রুম পরিদর্শক হিসেবে ০২ বছরের কাজের অভিজ্ঞতা
২. পদেন নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
অভিজ্ঞতা: েশা - ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে ০২ বছরের কাজের অভিজ্ঞতা
৩. পদেন নাম: সুপারভাইজার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
অভিজ্ঞতা:সুপারভাইজার হিসেবে ০২ বছর ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা
আবেদনের নিয়ম:
শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণঙ্গ জীবনবৃত্তান্ত, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে আগামী ২০/০১/২০২৫ ইং তারিখের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ বিসিক শিল্পনগরী , গোটাটিকর, সিলেট। বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠানের জন্য অনুরোদ করা হলো। আবেদনপত্রে ব্যক্তি মোবাইল নম্বর এবং খামের উপর পদেনর নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বিস্তারিত দেখুন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে