আকর্ষণীয় বেতনে এসিআই কনজ্যুমা ব্র্যান্ডস , শাহী ঈদগাহ সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি

আকর্ষণীয় বেতনে এসিআই কনজ্যুমা ব্র্যান্ডস , শাহী ঈদগাহ সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তিপদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ

দায়িত্ব:
  •  নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা
  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা
অভিজ্ঞতা: 
  • এফ,এম,সি পন্য বিক্রয়ে কমপক্ষে ১-২ বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
  • সদ্য তোলা রঙিন ছবিসহ সিভি, জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
বেতন  ও অন্যান্য সুযোগ সুবিধা:
  • আকর্ষণীয় বেততন, টিএ/ডিএ, সেলস ইনসেন্টিভ, কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা।
  • সাক্ষাৎকারের স্থান , সময় ও তারিখ:
  • সিলেট: ১০ এবং ১১ জানুয়ারি ২০২৫
  • স্থান: এসিআই ডিপো অফিস,৪৭, ধানসিড়ি, শাহী’ ঈদগাহ, সিলেট।
  • সময়: সকাল ১০.০০ টা- বিকাল ০৪.০০ টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বিস্তারিত দেখুন আজকে প্রকাশিত  দৈনিক সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url