হেলথ কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার, বাগবাড়ি, সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি

 হেলথ কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার, বাগবাড়ি, সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “হেলথ কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার” নিম্নোক্ত পদসমূহ নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বা করা যাচ্ছে।

১. পদের নামধ: ম্যানেজার

পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান, কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।

২. পদের নামধ: ম্যানেজার

পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান, কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।

৩. পদের নামধ: রিসিপশনিস্ট

পদসংখ্যা: ২ জন।

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান, কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।

৪. পদের নামধ: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: ডিপ্লোমা ফার্মাসিস্ট (ক্যাটাগরি বি/সি)

৫. পদের নামধ: মহিলা নার্স (ফ্লোর)

পদসংখ্যা: ৭ জন।

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং এ স্নাতক বা পিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।

৬. পদের নামধ: ওটি বয় ( C-Am Expert)

পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ

৭. পদের নামধ: ওয়ার্ড বয়

পদসংখ্যা: ৪ জন।

যোগ্যতা: ন্যূনতম ৫ম শ্রেণি পাশ

৮. পদের নামধ: ওয়ার্ড বয়

পদসংখ্যা: ১০ জন।

যোগ্যতা: ন্যূনতম ৫ম শ্রেণি পাশ

৯. পদের নামধ: ড্রাইভার

পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে ২ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

শর্তাবলী:

আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং আাবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের  ফটোকপি সহ একটা খামে করে জমা দিতে হবে। 

আবেদনের ঠিকানা:

 ‘হেলথ কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার’- প্রমুক্ত একতা -২৮৯, বাগবাড়ি (বর্ণমালা পয়েন্ট), সিলেট।

মোবাইল: 01746348152

ইমেইল: healthcarehtc@gmail.com

সরাসরি ক্লিনিকে এসে জমা দেয়ার ক্ষেত্রে দুপুর ১২ টা থেকে ৩ টার পর্যন্ত জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের সময় : ১৫ই জানুয়ারি , ১০১৫ , বিকাল পর্যন্ত। আবেদন পত্র যাচাই চাছাই করে ফোনে পরবর্তী সাক্ষাতের জন্য ডাকা হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজ করার বাস্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

বিস্তারিত দেখুন দৈনিক সিলৈটের ডাক পত্রিকায় প্রকাশিত আজকের পত্রিকায়










Next Post Previous Post
No Comment
Add Comment
comment url