৭৬৪ পদে এসএসসি পাসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি
৭৬৪ পদে এসএসসি পাসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি
পদেনর নাম: শিক্ষানবিশ লাইনম্যান
শূন্য পদের সংখ্যা: ৭৬৪ (নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম-বেশি হতে পারে)
বয়সসীমা: ২৬/০১/২০২৫ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স কর্বোচ্চ ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন: অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ১৫,৫০০/- টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও (সুবধাদি প্রদান করা হবে। অন- প্রবেশন মেয়াদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬৬০০/- টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
আবেদন পদ্ধতি:
নির্ধারিত আবেদন ফরম (ফর্ম-২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট ( www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসািইটে হতে ফরম সংগ্রহ করে (পূরনযোগ্য প্রবেশপত্রসহ) আবেদন A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।
আবেদন ফরম নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা পল্লী বিদ্যুতায়ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।
বিস্তারিত দেখুন পল্লী বিদ্যুতায় ওয়েব সাইট থেকে স ংগ্রীহিত বিজ্ঞপ্তিতে
আবেদন ফরম নিচে দেওয়া হলো
![]() |
আবেদন ফরম -১ |
![]() |
আবেদন ফরম - ২ |
![]() |
আবেদন ফরম-৩ |
![]() |
নির্দেশনাবলী |