আকর্ষণীয় বেতনে প্রমি এগ্রো ফুডস লিঃ -এ সিলেট বিভাগের জন্য জরুরী বিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রমি এগ্রো ফুডস লিঃ -এ সিলেট বিভাগের জন্য জরুরী বিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
দেশের শীর্ষস্থানীয খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি িএগ্রো ফুডস লিঃ এর পণ্য সামগ্রী
দ্রুত ও বাজারজাত সরবরাহ করার লক্ষ্যে সমগ্র সিলেট বিভাগের জন্য সেলস এন্ড মার্কেটিং এ জরুরী ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহের কোলকবল নিয়োগের কার্যক্রম চলছে।
১. পদের নামঃ এরিয়া সেলস ম্যানেজার ( এ.এস, এম)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠা েএরিয়া সেলস ম্যানেজার হিসেবে ২ বছরের বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৮-৩৫ বছর (অধিক অভিজ্ঞ সম্পন্নদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য।
২. পদের নামঃ সেলস অফিসা ( এস. ও)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমমানের পদে অভিজ্থ ব্যক্তিদের প্রাধান্য দে ওয়া হবে ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবে (বয়স ১৮-৩০) বছর।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৭/০১/২০২৫ ইং, রোজ শুক্রবার ও শনিবার তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্র এবং জাতীয় পচিয়পত্রের ফটোকপি সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানা:
মেসার্স ক. ডব্লিউ. এ ট্রোডিং, সাউথ সুরমা, ( সি. এন.জি পাম্পের সামনে) সিলেট।
বিঃদ্রঃ আকর্ষণীয় বেতন ভাতা সহ উৎসব ভাত ও প্রভিডেন্ড ফান্ড প্রদান করা হবে।
মোবাইলঃ 01762682908, 01713247007, 01762683192
বিস্তারিত দেখুন আজকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে